সীরাত বিশ্বকোষ হল বাংলা ভাষায় বিশ্বনবী মুহাম্মদ ﷺ এর জীবনী-বিষয়ক সর্ববৃহৎ বিশুদ্ধতম গ্রন্থ।
কেন আপনি সীরাত পড়বেন?
● হাদীসে আছে কোন মুসলিম প্রকৃত মুসলিম হতে পারে না যতক্ষণ না নবীর প্রতি তার ভালবাসা অন্য সবার প্রতি ভালবাসার চেয়ে অধিক না হবে। (বুখারী ১৫, মুসলিম ১৭৮) আর সীরাতের নিয়মিত পাঠ আপনার অন্তরে ভালবাসার নেই নূর সর্বদা সঞ্চালন করতে থাকবে।
● আজকের এই অগ্নিতপ্ত পৃথিবীতে মুসলিম উম্মাহর সম্মুখে অজস্র চ্যালেঞ্জ ফনা তুলে দাঁড়িয়ে আছে। কুফরি শক্তি পূর্ণ চাতুর্য ও শক্তি ব্যয় করে এই চেষ্টা করছে যে কিভাবে মুসলিম সমাজকে ইসলাম থেকে দূরে রাখা যায়। আর এক্ষেত্রে তাদের প্রধান কৌশল হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শের মূল আত্মা বিকৃত করে তাঁর রহমতের আঁচল থেকে মুসলিমসমাজকে দূরে সরিয়ে দেয়া। আর এর সমাধান হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসা ও আনুগত্যের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করে তোলা। এজন্য সীরাত সর্বদাই আমাদের অতি প্রাসঙ্গিক।
● সর্বোপরি নবী জীবন আমাদের জীবনকে সজীব রাখবে, নবী জীবন আমাদের অন্তরগুলোকে সঞ্জীবনী দান করবে, আর আমাদের জীবনের ছোট বড় সকল সমস্যায় নবী জীবন সমাধানের পথ বাতলে দিবে। এমনকি আমাদেরকে অন্তহীন আখেরাত জীবনের সফলতার পথে চলতে সর্বদা প্রেরণা যোগাবে।